• কালনায় মহিলা তৃণমূলের মিছিল ও পথসভা
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে শনিবার কালনা মহকুমা জুড়ে মিছিলের পর রবিবারও পথসভায় শামিল হল তৃণমূলের মহিলা নেতা-কর্মীরা। এদিন কালনা শহর ছাড়াও পূর্বস্থলী-১ ব্লকের নসরৎপুর, কালনার মধুপুরে এই কর্মসূচি পালিত হয়। কালনা-১ ব্লকে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য ছন্দা সিংহরায়, জেলা পরিষদের সদস্য আরতি হালদার প্রমুখ। এদিনও মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মীদের উৎসাহ দিতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। অপরাজিতা বিল ও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সোচ্চার হন স্বপনবাবু।  
  • Link to this news (বর্তমান)