নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গ্যাস সিলিন্ডার নিয়ে সচেতনতা বাড়াতে রবিবার মেমারির সাতগেছিয়ায় রান্না প্রতিযোগিতার আয়োজন করে গ্যাস উৎপাদনকারী সংস্থা। কীভাবে সিলিন্ডার বা ওভেন ব্যবহার করলে বিপদ এড়ানো যাবে তা নিয়ে প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একটি গ্যাস উৎপাদনকারী সংস্থার দুর্গাপুর শাখার সেলস ম্যানেজার সুরজ বৈদ্য। তিনি বলেন, এদিন সারা দেশের প্রতিটি জেলায় এধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২কোটি গ্রাহককে সচেতন করার টার্গেট নেওয়া হয়েছিল। ইতিমধ্যে আট লক্ষ গ্রাহককে সচেতন করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থার কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছেন। প্রতিযোগিতার মাধ্যমেও সচেতনতা বাড়ানো হচ্ছে।