• মেমারিতে বিবেক চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা শুরু
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: মেমারি পুরসভা পরিচালিত বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল। রবিবার মেমারি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার থেকে বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী মানুষজন। ১৬টি দলের এই প্রতিযোগিতায় এদিন সরড়া একাদশ বনাম বারাকপুর স্পোর্টস ক্লাবের খেলা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এদিন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন, এলাকার ছেলেমেয়েরা মোবাইল থেকে যাতে মাঠমুখী হয় সেজন্যই এই উদ্যোগ। তাঁরা আরও বলেন, এলাকার মানুষকে উৎসাহিত করে যাতে তাঁদের বাড়ির ছেলে-মেয়েদের মাঠমুখী করেন সে কারণেই এই প্রচেষ্টা। এদিনের প্রতিযোগিতায় বারাকপুর ২-১ গোলে জয়ী হয়। প্রথমার্ধে সরড়া এক গোল করে এবং দ্বিতীয়ার্ধে বারাকপুর ২ গোল দিয়ে জয়লাভ করে।
  • Link to this news (বর্তমান)