সংবাদদাতা, বর্ধমান: সোনার গয়না চুরির অভিযোগে এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃত মহিলার নাম অলোকা সাউ। বর্ধমান থানার আঁজিরবাগান এলাকায় তার বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গয়না চুরির কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অলোকা বছর পাঁচেক ধরে বর্ধমান শহরের নতুনগঞ্জে আহিরীমহল এলাকার বাসিন্দা শঙ্কর দাসের বাড়িতে পরিচারিকার কাজ করত। কিছুদিন ধরে বাড়িতে চুরির ঘটনা ঘটছে। কিছুদিন আগে শঙ্করের স্ত্রী বীথিকা দাসের হীরে বসানো একটি সোনার লকেট ও একটি মুক্ত বসানো সোনার লকেট চুরি হয়ে যায়। সন্দেহ হওয়ায় বীথিকা পরিচারিকাকে চুরির বিষয়ে জানতে চান। সে কিছুই জানে না বলে উড়িয়ে দেয়। তারপর থেকেই সে কাজে আসা বন্ধ করে দেয়। এতে তার উপর সন্দেহ আরও গাঢ় হয়। শনিবার ঘটনার কথা জানিয়ে বীথিকা থানায় অভিযোগ দায়ের করেন।