• বর্ধমানে শ্রমিক নেতাদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ মন্ত্রীর
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শ্রমিক নেতাদের আরও বেশি করে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আইএনটিটিইউসির সম্মেলন ছিল। সেখানে সংগঠনের রাজ্য নেতা ঋতব্রত বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বপনবাবু বলেন, রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে শুধু এই জেলাতেই শ্রমিকদের ১০৮ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়েছে। রিকশ চালক, টোটো চালক, আয়া, বেকারি কারখানার শ্রমিক সহ বিভিন্ন পেশার সঙ্গ যুক্ত লোকজনদের এই প্রকল্পের আওতায় আনতে হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে সবাই পান তা দেখতে হবে। শ্রমিক নেতাদের তাঁদের কাছে যেতে হবে। অনেক নেতাই তা করেন না। শিক্ষক শ্রমিক নেতা হবে এটা কাম্য নয়। শ্রমিকদের মধ্যে থেকেই নেতৃত্ব তুলে আনতে হবে। আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, তাঁত শ্রমিকদের জন্য সংগঠন করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)