সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা পুলিস ও প্রশাসনের উদ্যোগে রবিবার আলিপুরদুয়ারে ‘ডুয়ার্স রান’ শীর্ষক আন্তর্জাতিক ম্যারাথন হল। পৃষ্ঠপোষকতায় ছিল মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ। জেলাকে মাদকমুক্ত ও জেলার পর্যটনের প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
২১ কিমি ও ১০ কিমি দু’টি ইভেন্টে এদিন এই ম্যারাথন হয়। দু’টি ইভেন্টেই পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশ নেন। ২১ কিমি ম্যারাথনে প্রথম হয় কালিম্পংয়ের পূরণ রাই, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের পঞ্চানন বেরা ও তৃতীয় ঝাড়খণ্ডের পবন সিং।
অন্যদিকে, ১০ কিমি ইভেন্টের ম্যারাথনে প্রথম উত্তরপ্রদেশের অভিষেক কুমার, দ্বিতীয় শামুকতলার বিবেক ছেত্রী ও তৃতীয় বীরপাড়ার অমর ভুজেল। ২১ কিমির ম্যারাথনে পুরস্কার মূল্য হিসেবে প্রথম স্থানাধিকারী ৭৫ হাজার, দ্বিতীয় স্থানাধিকারী ৫০ হাজার ও তৃতীয় স্থানাধিকারীকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। অন্যদিকে, ১০ কিমির ম্যারাথনে প্রথম স্থানাধিকারী ৫০ হাজার, দ্বিতীয় স্থানাধিকারী ২০ হাজার ও তৃতীয় স্থানাধিকারীকে ১০ হাজার টাকার পুরস্কার মূল্যের চেক দেওয়া হয়।
শহরের প্যারেড গ্রাউন্ড থেকে দু’টি ম্যারাথন শুরু হয়। ২১ কিমির ম্যারাথন মাঝেরডাবরি চা বাগান, ৩১সি জাতীয় সড়ক ও দমনপুর হয়ে ফের প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়। ১০ কিমির ম্যারাথন রেল জংশন গিয়ে ফের প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক আর বিমলা, পুলিস সুপার ওয়াই রঘুবংশী, সেনাবাহিনী ও বনদপ্তরের একাধিক পদস্থা অফিসার ছিলেন।