মাটিতে পলিথিন বিছিয়ে রাখা হচ্ছে শিশুদের, ক্রেস চাইছেন চা শ্রমিকরা
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, ধূপগুড়ি: চা বাগানে ক্রেশ নেই। এদিকে বাগানে মাঝেমধ্যেই চলে আসে চিতাবাঘ। এমন অবস্থায় খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে সন্তানকে রেখে চা পাতা তুলছে হচ্ছে মহিলা শ্রমিকদের। যেকোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গয়েরকাটা চা বাগানের অঞ্জুলা এক্কা, রিনা ওরাওঁয়ের মতো মহিলা চা শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ শিশুদের দেখভালের জন্য মহিলা রেখেছেন। তাঁরাই ত্রিপলের নীচে পলিথিন বিছিয়ে শিশুদের রেখে দেখভাল করেন। শ্রমিকরা চাইছেন, অন্যান্য বাগানের মতো তাঁদের বাগানেও ক্রেশের ব্যবস্থা করা হোক। গত ৪ জুলাই মাদারিহাটের তোতাপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশন থেকে একটি ছ’বছরের শিশুকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। পরে তার খুবলে খাওয়া দেহ উদ্ধার হয়েছিল। সন্তানদের এ ভেবে রেখে চা পাতা তুলতে যাই, যেকোনও সময় বিপদ হতে পারে বলে জানান চা শ্রমিক সুন্দরী মুন্ডা।
মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে। ভোটের আগে নেতারা এসে দিয়ে গিয়েছেন প্রতিশ্রুতি। তৃণমূল প্রার্থী জিততেই ফের শ্রমিকরা আশার আলো দেখতে শুরু করেছেন। শুধু ক্রেশই নয়, গয়েরকাটা চা বাগানে চা সুন্দরী প্রকল্পও শুরু হয়নি। জমির পাট্টা পাননি শ্রমিকরা। এবার তাঁরা আশায় আছেন তাঁদের সমস্যার সমাধান হবে। শ্রমিকরা দ্রুত গয়েরকাটা চা বাগানে ক্রেশ তৈরির দাবি তুলেছেন। চা বাগানের মহিলা শ্রমিকরা শিশুদের পিঠে বেঁধে চা পাতা তোলেন। অনেকে আবার পলিথিন বিছিয়ে একসঙ্গে কয়েকজন শিশুকে রেখে বাগানে পাতা তুলতে যান। চা শ্রমিকদের এই সমস্যার কথা ভেবে ২০২২ সালে চা বাগানগুলিতে ক্রেশ তৈরির উদ্যোগ নেয় রাজ্য সরকার। বর্তমানে জায়গাঁ, বীরপাড়ার মতো চা বাগানে ক্রেশ রয়েছে। আরও কয়েকটি চা বাগানে ক্রেশ তৈরির কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গয়েরকাটা চা বাগানের শ্রমিক টুপ্পা মুন্ডা বলেন, আগের বিধায়ক এলাকার খোঁজই রাখেননি। এবার হয়তো বাগানের উন্নয়ন হবে। সন্তানদের কথা ভেবে এলাকায় আগে ক্রেশ চালু হোক। আশ্বাসও দিয়েছেন মাদারিহাটের নবনির্বাচিত বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। তিনি বলেন, খুব দ্রুত এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। নিজস্ব চিত্র