পার্থপ্রতিমের বাড়িতে রবি, সাক্ষাৎ সৌজন্যমূলক, দাবি দুই নেতার
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের রাজনীতিতে রবি-পার্থর দ্বন্দ্ব সর্বজনবিদিত। সম্প্রতি কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের পিতৃ বিয়োগ হয়েছে। রবিবার পার্থবাবুর গ্রামের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। এই সাক্ষাৎ সৌজন্যমূলক বলে দাবি করেছেন দুই নেতাই। রবিবাবুর সঙ্গে পার্থবাবুর বাবা ও ঠাকুরদার রাজনৈতিক যোগ ছিল। তাঁরা একসঙ্গে রাজনীতি করেছেন। পরবর্তীতে পার্থবাবু রাজনীতিতে আসেন। তিনিও রবি ঘনিষ্ঠ ছিলেন।
পরবর্তীতে রাজনীতির অঙ্গনে দু’জনের দূরত্ব তৈরি হয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এটা একটা সৌজন্যের বিষয়। এসময় পাশে দাঁড়ানো উচিত বলে মনেকরি। ওঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি ১৯৯৬ সালে কংগ্রেস থেকে যে নির্বাচনে দাঁড়িয়েছিলাম তাতে ওঁর ঠাকুরদা প্রচার করেছিলেন। টুপামারি এলাকায় তিনি প্রচার করেছিলেন। এটা সামাজিক ও পারিবারিক বিষয়। পার্থপ্রতিম রায় বলেন, আমার বাবা, ঠাকুরদা রাজনীতি করতেন। সেই সূত্রেই তিনি দীর্ঘদিন আগেই থেকেই আমাদের বাড়িতে আসতেন। সেই সূত্রেই তিনি এই সময় এসেছিলেন। নিজস্ব চিত্র