• আড়াই কোটি টাকায় এবার ঢেলে সাজানো হচ্ছে ডালখোলা শ্মশান
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: আড়াই কোটি টাকা ব্যয়ে ডালখোলা শ্মশানের উন্নয়নমূলক কাজ চলছে জোরকদমে। রবিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পুর চেয়ারম্যান স্বদেশ সরকার, কাউন্সিলার রাকেশ সরকার ও ইঞ্জিনিয়ারের প্রতিনিধিদল। ডালখোলার পুর চেয়ারম্যান স্বদেশ বলেন, নগরোন্নয়ন দপ্তর, গ্রিনসিটি প্রকল্প ও পুরসভার নিজস্ব তহবিল মিলিয়ে মোট আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি চুল্লি (কাঠ দিয়ে পোড়ানোর), প্রতীক্ষালয়, শৌচালয়, লাইট বসবে। শ্মশানে যাওয়ার রাস্তা হচ্ছে। চারপাশে সৌন্দর্যায়নের কাজও হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শ্মশানটি উদ্বোধন হওয়ার কথা। তার আগে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


    ডালখোলা পুরসভার ১০ নং ওয়ার্ডের বুড়ি মহানন্দা নদী ঘেঁষে এই শ্মশান বহু পুরনো। শহর ও সংলগ্ন গ্রামের মৃতদেহ এখানেই দাহ হয়। দীর্ঘদিন থেকেই শ্মশানের উন্নয়নের দাবিতে সরব হয়েছিলেন বাসিন্দারা। ২০১৮ সালে পুর কর্তৃপক্ষ গ্যাসের চুল্লির এস্টিমেট করে রাজ্যে পাঠিয়েছিল। কিন্তু ওই প্রকল্পে মাত্র ২১ লক্ষ টাকা এসেছিল। সেই টাকায় কিছুটা কাজ শুরু হয়েছিল। কিন্তু পরে আর ফান্ড আসেনি। গ্যাস চুল্লি কিংবা বৈদ্যুতিন চুল্লি দেখভালে অনেক খরচ। পুর কর্তৃপক্ষ তাই এবার কাঠ দিয়ে মৃতদেহ দাহ করার জন্য দুটি চুল্লি বসাচ্ছে। কাউন্সিলার রাকেশ সরকার বলেন, বৈদ্যুতিন চুল্লি না হলেও শ্মশানের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হচ্ছে। এতে একসঙ্গে দুটি মৃতদেহ দাহ করতেও অসুবিধা হবে না।
  • Link to this news (বর্তমান)