সংবাদদাতা, গঙ্গারামপুর: কালীপুজো শেষ হলেও বুনিয়াদপুর শহরে জাতীয় সড়ক থেকে খোলেনি বাঁশের তোরণ। কালীপুজোর একমাস পরেও তোরণ না খোলায় দুর্ঘটনার আশঙ্কা করছেন শহরবাসী।
বুনিয়াদপুর শহরের ৫১২ নং জাতীয় সড়কে পীরতলা থেকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত তোরণ খুলে না ফেলায় প্রশাসন ও ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন। শহরের মধ্যে কীভাবে দিনের পর দিন তোরণগুলি দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী।
৫১২ নং জাতীয় সড়কের উপর দখল করে বাঁশের তোরণ থাকায় মাঝেমধ্যেই যানজট তৈরি হচ্ছে। ৫১২ নং জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন শয়ে শয়ে পণ্যবাহী লরি যাতায়াত করে। বাঁশের তোরণ জাতীয় সড়কের উপরে থাকায় যে কোনও সময় হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন লরি চালকরাও। বুনিয়াদপুর শহরের বাসিন্দা অরিন্দম সরকার বলেন,পুজো শেষ হলেও জাতীয় সড়কের উপরে বাঁশের তোরণ থাকায় জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় ডেকরেটর এতদিন পর্যন্ত ফেলে রেখেছে। কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? পুরসভা কর্তৃপক্ষকেও পদক্ষেপ নিতে হবে।
এমনিতেই বুনিয়াদপুর শহরে যানজট লেগেই থাকে। তারপর পুজো শেষ হলেও রয়ে গিয়েছে তোরণ। বুনিয়াদপুর শহর ঢুকতেই বাঁশের তোরণ থাকায় শহরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে বলে অভিযোগ শহরবাসীর। যেখানে পুরসভা শহরের সৌন্দর্যায়নের জন্য কাজ করে চলছে সেখানে দীর্ঘদিন থেকে থাকা বাঁশের তোরণ নজরে আসছে না? প্রশ্ন তুলেছেন সিংহভাগ শহরবাসী ।
বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, আমার কাছেও অভিযোগ এসেছে শহরের বুকে এখনও বাঁশের তোরণ লাগানো রয়েছে। আমি স্থানীয় ক্লাব ও ডেকরেটরকে পুরসভায় ডেকে তিনদিনের সময় বেঁধে দেব। না খুললে পুরসভা ব্যবস্থা নেবে।