• বিন্নাগুড়ির বিজেপি নেত্রীর মৃত স্বামীর নামও তালিকায়
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বানারহাট: বাংলা আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় বিন্নাগুড়ি পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী বিজেপির সুভদ্রা লোহারের মৃত স্বামীর নাম থাকায় বিতর্ক ছড়িয়েছে। শুধু এখানেই শেষ নয়, পরিবারের আরও পাঁচ জনের নাম থাকায় বিতর্ক ছড়িয়েছে। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর মৃত স্বামীর পাশাপাশি তাঁর দুই ছেলে, এক ভাই এবং দুই বউদির নাম রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।


    যদিও সুভদ্রা লোহার বলেন,  ঘর প্রাপকের তালিকায় আমার মৃত স্বামীর নাম রয়েছে এটা সত্য। তবে যখন এই তালিকা তৈরির জন্য সমীক্ষা হয়েছিল তখন স্বামী জীবিত ছিলেন। আমি তখন পঞ্চায়েত সদস্য ছিলাম না। আমার যে আত্মীয়দের নাম তালিকায় রয়েছে তাঁরা আমার সঙ্গে এক বাড়িতে থাকেন না। সবাই দূরে আলাদা বাড়িতে থাকে। তারা সবাই গরিব। তারা ঘর পাওয়ার যোগ্য বলেই নাম রয়েছে। আমার নিজের বাড়ির অবস্থাও ভালো নয়। বাড়ির চালের টিন ফুটো হয়ে জল পড়ে। কোনওরকমে প্লাস্টিক টাঙিয়ে দিন চলছে। তা সত্ত্বেও মৃত স্বামীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত অবেদন জানাব। যাঁরা সম্প্রতি সমীক্ষা করতে এসেছিলেন তাঁদেরকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।


    বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় প্রসাদ বলেন, আমরা বিষয়টি জানতে পেরে অবাক হয়েছি। সুবিধা নেওয়ার জন্য এতদিন তিনি বিষয়টি নিয়ে চুপ ছিলেন। এখন চাপে পড়ে বলছেন নাম কাটার জন্য বিডিওকে জানাবেন।  আমরাও বিষয়টি বিডিও’র নজরে আনব। যদিও বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণিত হলে অযোগ্যদের নাম  তালিকা থেকে বাদ দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)