সংবাদদাতা, দিনহাটা ও আলিপুরদুয়ার: আজ সোমবার। বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের সিতাই ও মদারিহাট আসনে জয়ী সঙ্গীতা রায় ও জয়প্রকাশ টোপ্পো। রবিবারই সঙ্গীতা রায় কলকাতার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে, জয়প্রকাশ টোপ্পো এদিনই পৌঁছে যান কলকাতায়।
রবিবার কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও দলীয় সহকর্মীদের সঙ্গে পদাতিক এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। সিতাইয়ের প্রথম মহিলা বিধায়ক তিনি। এই উপ নির্বাচনের রেকর্ড ভোটে জিতেছেন সঙ্গীতা। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর তিনি। শপথ নেওয়ার পরই নিজের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন সঙ্গীতা রায়। তৃণমূল পরিচালিত কোচবিহার জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা বলেন, সিতাইয়ের প্রথম মহিলা বিধায়ক সঙ্গীতা রায়। কোচবিহার জেলায় আমাদের দলের একমাত্র মহিলা বিধায়ক তিনি। সোমবার তাঁর শপথ গ্রহণের সাক্ষী হতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের দলের একাধিক নেতা-নেত্রী ও কলকাতায় যাচ্ছেন। সঙ্গীতা রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে প্রার্থী করেছেন। মানুষের আশীর্বাদে জয়ী হয়েছি। মানুষের আশা-ভরসা পূরণে সিতাইয়ের উন্নয়নে মন দিয়ে কাজ করব। অন্যদিকে, আজই বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন সদ্য মাদারিহাট উপ নির্বাচনে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। রবিবারই তিনি কলকাতা পৌঁছে যান। একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে খাতা খুলতে পারেনি তৃণমূল। জেলার পাঁচটি বিধানসভার সব ক’টিতেই জিতেছিল বিজেপি। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। কিন্তু সরাসরি ভোটে জিতে জেলা থেকে বিধায়ক হলেন জয়প্রকাশ টোপ্পো। ফলে স্বভাবতই তৃণমূল কর্মী সমর্থকরা জয়প্রকাশের শপথগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত। জয়প্রকাশের শপথ গ্রহণের অনুষ্ঠান দেখতে জেলার তৃণমূল কর্মী সমর্থকরা টিভির পর্দায় চোখ রাখবেন। জয়প্রকাশ বলেন, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিনই কলকাতায় পৌঁছে গিয়েছি।