সংবাদদাতা, শিলিগুড়ি: রবিবার সন্ধ্যায় মাটিগাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। শিলিগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পিন্টু বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে। রেল পুলিসের প্রাথমিক অনুমান, মাদকাসক্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেসময় জংশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস ওই লাইনে চলে আসে। নেশাগ্রস্ত অবস্থায় থাকায় পিন্টু বিশ্বাস লাইন থেকে সরে যেতে পারেননি।