• নববধূর দেহ উদ্ধার
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শীতলকুচি: বিয়ের একুশ দিন পর নববধূর অস্বাভাবিক মৃত্যু।  শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপড়া গ্রামের ঘটনা। রবিবার যা নিয়ে গ্রামে শোরগোল পড়ে যায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম আজমা বিবি(১৯)। গৃহবধূর মা মহিনা বিবি বলেন, এদিন সকালে মেয়ের মৃত্যুর খবর পাই। মেয়ের দেহ বিছানায় পরে ছিল। শরীরের বিভিন্ন অংশে দাগ রয়েছে। বিয়ের পর থেকেই ওকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক হেনস্তা করত। এদিন তাঁকে খুন করে বিছানায় শুয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। স্বামী ও তাঁর মা বাবাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানায়, দেহটি উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)