• চানঘাটে খুটামারা নদীর উপর সেতুর দাবি
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের চানঘাটে খুটামারা নদীর উপর সেতুর দাবি বহু পুরনো। বাঁশের সাঁকোও না হওয়ায় হাঁটু জল পেরিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার ভোট এলে রাজনৈতিক দলের নেতাদের কাছে সেতু ও পাকা রাস্তার দাবি তুলে ধরা হয়। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। 


    মূলত খুটামারা নদী পেরিয়ে মধ্য শীতলকুচি, পূর্ব শীতলকুচি, বড় মরিচা, রথেরডাঙা সহ অন্যান্য গ্রামের কয়েক হাজার বাসিন্দা যাতায়াত করেন। চানঘাটে সেতু নির্মাণ হলে শীতলকুচি ও গোঁসাইরহাট এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। স্থানীয়দের দাবি, অতীতে কয়েকবার প্রশাসনের তরফে চানঘাটে এসে জমি মাপজোখ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কোনও তৎপরতা দেখা যায়নি। 


    প্রসঙ্গত, সেতুর দাবি পূরণ না হলেও গত লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের ও পাড় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা সুরেশ বর্মন বলেন, সাঁকোও নেই। বাধ্য হয়ে হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে। কৃষকরাও উৎপাদিত কৃষিপণ্য গোঁসাইরহাট নিয়ে যেতে সমস্যায় পড়েন। তাই  চানঘাটে পাকা সেতু নির্মাণের দাবি বহুদিনের। 
  • Link to this news (বর্তমান)