• মাটিগাড়ার গোয়েল মোড়ে জবরদখল রুখল প্রশাসন
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কয়েকদিন ধরে মাটিগাড়ার গোয়েল মোড়ের কাছে খাপরাইল রোডের ধারে স্টল বানিয়ে ও অস্থায়ী বাঁশ পুঁতে জমি দখলের চেষ্টা হচ্ছিল। পূর্তদপ্তরের জমি দখলের অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। রবিবার মাটিগাড়া থানার পুলিস রাস্তার ধারে অস্থায়ী স্টল তুলে দিয়ে দখলদারদের সরিয়ে দেয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাস্তার ধারে প্রায় দেড় কিমি অংশজুড়ে জমি দখলের ফন্দি এঁটেছিল স্থানীয়দের একাংশ। কোথাও টেবিল চেয়ার পেতে চা ঘুগনির স্টল, কোথাও গ্যারেজ তৈরির জন্য বাঁশ পুতে দোকান তৈরির চেষ্টা হচ্ছিল। কিন্তু পুলিস প্রশাসন সেই জবরদখল প্রথমেই বন্ধ করে দেয়। প্রশাসনের কড়া বার্তা, কোনওভাবেই সরকারি জমি দখল হতে দেওয়া যাবে না।
  • Link to this news (বর্তমান)