নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, শিলিগুড়ি: কালিম্পংয়ের রংপোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল আরও এক জখমের। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। শনিবার বিকেলে ১০ নম্বর জাতীয় সড়কের রংপোর আন্ধেরীতে যাত্রীবাহী একটি বাস তিস্তার ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে সেদিনই ছ’জনের মৃত্যু হয় এবং ১৫ জন জখম হন। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা জমিরউদ্দিন আনসারির এদিন মৃত্যু হয়েছে। বাকি মৃতদের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের ও দু’জন সিকিমের বাসিন্দা। দুর্ঘটনায় মৃতদের মধ্যে ইকবাল হাসান কলকাতার বেলগাছিয়ার, সুজিত দাস জলপাইগুড়ির পান্ডাপাড়ার এবং ইন্দ্রজিৎ সিং শিলিগুড়ির সেভক রোডের বাসিন্দা।
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, ইকবাল হাসানের দেহ সরকারি ব্যবস্থাপনায় কলকাতায় তাঁর বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এরাজ্যের মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে দেবে সরকার।
এদিন ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে খাদ থেকে তোলা হয়। কী কারণে বাসটি খাদে পড়ল, প্রশাসনের তরফে তা এখনও জানানো হয়নি।