ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী, দলীয় বিধায়কদের সঙ্গে নেত্রীর বৈঠক
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংসদের পর এবার বিধানসভা। কেন্দ্রের বিজেপি সরকারের আনা ওয়াকফ বিলের বিরোধিতায় গর্জে উঠবে তৃণমূল কংগ্রেস। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার বিধানসভায় উপস্থিত থেকে ওয়াকফ বিলের বিরোধিতায় আওয়াজ তুলবেন।
কোনও ধর্মের উপর আঘাত নয়, সকলকে নিয়ে চলা, পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে সমাজকে এগিয়ে নিয়ে চলা। —এই বার্তা আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। কেন্দ্রের তরফে যে ওয়াকফ বিল আনা হয়েছে, তা আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন মমতা। ওয়াকফ বিলের বিরোধিতায় গত শনিবার কলকাতার রাজপথে সভা করে তৃণমূল। এবার বিধানসভাতেও ওয়াকফ বিলের বিরোধিতায় একটি প্রস্তাব এনে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে যেতে চলেছেন তৃণমূল বিধায়করা। আজ, সোমবার বিধানসভার অধিবেশনে পেশ করা হবে ওয়াকফ বিলের বিরোধিতায় সরকার পক্ষে আনা একটি প্রস্তাব। দেশের মধ্যে বাংলাই প্রথম রাজ্য এমন একটি প্রস্তাব আনতে চলেছে। এর উপর সেখানে আলোচনা হবে এবং বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই বলেছেন, কেন্দ্র ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী।
তাই সহজ অনুমান, মমতা এবং তৃণমূলের অন্য বিধায়করা আজকের অধিবেশনে গেরুয়া শিবিরকে বিঁধবেন। জোড়াফুল শিবির বলছে, কেন্দ্রের এই বিলের মধ্যে দিয়ে একটি ধর্মকেই টার্গেট করা হয়েছে। এই জিনিস মোটেই কাম্য নয়। তাই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বিলটি প্রত্যাহারের দাবি করা হয়েছে।
অন্যদিকে আজ, বিধানসভার অধিবেশন পর্ব রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিধানসভায় আজ ছ’জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন। এই উপলক্ষ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিধানসভায় আসবেন। রাজ্য সরকার সম্পর্কে রাজ্যপাল কোনও বক্তব্য রাখেন কি না, সেদিকেও নজর রয়েছে সকলের।
এছাড়া আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে কোন বিষয়গুলি ছাড়পত্র পায়, সেদিকে নজর রয়েছে সকলের। মন্ত্রিসভার বৈঠকের আগে, নৌসের আলি কক্ষে দলীয় বিধায়কদের নিয়ে অন্য এক বৈঠকও করবেন মমতা। বিধায়কদের পারফর্ম্যান্স, আগামী দিনের কর্মসূচি প্রভৃতি আলোচিত হবে সেখানে। যেসব বিধায়ক দলীয় শৃঙ্খলা ভেঙেছেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিতে পারেন নেত্রী। -ফাইল চিত্র