স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে দোকানে আগুন
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ভরদুপুরে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মল্লিকঘাট ফুলবাজার ও ইস্ট বেঙ্গল মার্কেট সংলগ্ন একটি দোকানে আচমকা আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ৪০ মিনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে রাস্তার ধারে দোকানটি থাকায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে বেশি সময় লাগেনি দমকলের। তবে, ওই আগুনকে পুরোপুরি নেভাতে আরও আধঘণ্টা সময় লাগে। এই ঘটনায় হতাহতের খবর নেই। নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)