• পৈলানের মৎস্য পরীক্ষাগারের যন্ত্র সরল পূর্ব মেদিনীপুরে, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলায় মাছের পরীক্ষার জন্য অন্যতম বড় ল্যাবরেটরি রয়েছে পৈলানে। মাছ চাষে সমস্যা বা মাছের কোনও রোগ হলে চাষিরা যেতে পারতেন সেখানে। কিন্তু বর্তমানে সেটি একপ্রকার ধুঁকছে। শুধু তাই নয়, ল্যাবরেটরির একাধিক যন্ত্র পূর্ব মেদিনীপুরে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এই নিয়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেধেছে। কারণ এবার কিছু হলে তাঁদের পাশের জেলায় ছুটতে হবে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মৎস্যচাষীরা। যদিও জেলা প্রশাসনের আশ্বাস, এই ল্যাবরেটরিতে যন্ত্র ফিরিয়ে আনা হবে দ্রুত।


    ২০০৯ সালে পৈলানে ল্যাবরেটরি চালু করা হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে সেটির হাল খারাপ। জানা গিয়েছে, এখন সেভাবে মৎস্যজীবীরা এখানে পরীক্ষা করানোর জন্য নমুনা নিয়ে আসেন না। রয়েছে কর্মী সঙ্কটও। যার জন্য কাজকর্ম কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সেখানে গিয়ে দেখা গেল, চারদিক ধুলোয় ঢেকেছে। অযত্নে পড়ে আছে সব কিছু। অফিস ঘর আছে, কিন্তু আধিকারিকদের সবদিন পাওয়া যায় না। তবে কেন হঠাৎ দক্ষিণ ২৪ পরগনার মতো একটি মৎস্য উৎপাদক জেলা থেকে মাছের ল্যাবরেটরির সরঞ্জাম সরানো হল সেটাই বড় প্রশ্ন। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন, চিন্তার কোনও কারণ নেই। এই ল্যাবরেটরিতে কাজের কিছু সমস্যা হচ্ছিল। তাছাড়া ঘরগুলি সংস্কার করা প্রয়োজন রয়েছে। নতুন কর্মী নিয়োগ হবে এখানে। সেসব হয়ে গেলে আবারও মেশিনপত্র এখানে ফিরিয়ে 


    আনা হবে।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)