• মেসেজের উৎস নিয়ে  সময়সীমা বাড়াল ট্রাই
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ গ্রাহকের মোবাইলে যে এসএমএসগুলি আসে, তাতে অনেক ক্ষেত্রেই প্রতারিত হওয়ার সুযোগ থাকে। সেই সমস্যা কাটাতে এসএমএসগুলি কোথা থেকে আসছে, তা জানাবার জন্য নির্দেশিকা জারি করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। তারা জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর থেকে সব এসএমএসের উৎস যাতে খুঁজে পাওয়া যায়, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে মোবাইল সংস্থাগুলিকে। এর আগে এই সময়সীমা ছিল ১ ডিসেম্বর। মোবাইল সংস্থাগুলির অনুরোধে তা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। 


    ট্রাই দাবি করেছে, ইতিমধ্যেই ২৭ হাজার সংস্থা তাদের নাম নথিভুক্ত করেছে মোবাইল সংস্থাগুলির কাছে। অর্থাৎ তারা বৈধভাবে টেলিমার্কেটিং বা অনলাইন মার্কেটিং করতে চায় বলেই জানিয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে ট্রাই। তারা জানিয়েছে, ১১ তারিখ থেকে যেসব মেসেজের মূল প্রেরক সংস্থাকে চিহ্নিত করা যাবে না বা আগে থেকে নথিভুক্ত সংস্থার তালিকার সঙ্গে মিলবে না, তাদের এসএমএসগুলি বাতিল করা হবে।
  • Link to this news (বর্তমান)