• জলাশয় পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিকাশির জল বিশেষ নালায়
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চণ্ডীতলাকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ ধরনের নিকাশি নালা বানাচ্ছে চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি। তবে ওই নোংরা জল পুকুর কিংবা ডোবায় গিয়ে যখন পড়বে, তখন তা পরিচ্ছন্ন হয়ে যাবে। ফলে পুকুর বা ডোবা ওই জলের কারণে দূষিত হবে না।


    নালায় প্লাস্টিক, জলের বোতল, থার্মোকলের থালা, গ্লাস ইত্যাদি ফেলা কার্যত অভ্যাসে পরিণত হয়েছে নাগরিকদের একাংশের। নতুন নালায় ওই সব আবর্জনা ফেলা হলেও চিন্তার কিছু নেই, সেগুলি নালার একটি অংশে গিয়ে জমা হবে। এর ফলে নর্দমা পরিষ্কার করতেও সুবিধা হবে সাফাই কর্মীদের। এই ধরনের আরও নর্দমা তৈরি করে গোটা ব্লকের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত সমিতি। 


    পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, একাধিক দফায় ওই নিকাশি নালার কাজ করা হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম দফায় এই ব্লকে ১৯টি নিকাশি নালা তৈরি হবে, যেগুলি গুরুত্বপূর্ণ। এই তালিকায় ব্লকের ভূমি ও রাজস্ব দপ্তরের পাশের নিকাশি নালাটিও আছে। কেমন হবে এই আধুনিক নালা? ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নালার মধ্যে একটি বিশেষ চেম্বার থাকবে। সেখানে দূষিত জলকে শোধনের প্রাকৃতিক ব্যবস্থা করা হবে। পাথর, বালি, চারকোল সহ নানা ধরনের উপাদান ব্যবহার করে শোধন করা হবে ওই জলকে। ওই ব্যবস্থার মধ্যে দিয়ে নোংরা জল গেলে ৯০-৯৫ শতাংশ পরিশুদ্ধ হয়ে যাবে। আবার নালার নির্দিষ্ট অংশে বিশেষ ধরনের পরিকাঠামো তৈরি করা হবে। যাতে প্লাস্টিক, জলের বোতল, ফাস্ট ফুডের প্যাকেট নালা দিয়ে বাহিত হয়ে পুকুর বা ডোবায় গিয়ে না পড়ে। 


    চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ এ প্রসঙ্গে বলেন, নালাগুলিকে জল বহনের উপযোগী করে রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ। নানা কারণে তা করা সম্ভব হচ্ছিল না। তাই ওই বিশেষ ধরনের নর্দমার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, নালার জল একটি পর্যায়ের পর স্থানীয় পুকুর, ডোবা বা খালে ফেলতে হয়। কিন্তু দূষিত জল সরাসরি সেখানে গিয়ে পড়ায় যেমন জলসম্পদ নষ্ট হচ্ছে, তেমনই দূষণ বাড়ছে। আমরা এসব প্রতিরোধ করতে চাইছি। তাই নর্দমার নোংরা জলকে নালার মধ্যেই যতটা সম্ভব শোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা ব্লকেই আমরা এই ধরনের বিশেষ নালা তৈরি করব।


    পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্বে পুকুর বা ডোবা, যেখানে গিয়ে ওই জল জমা হবে, সেখানে নালার আউটলেট তৈরি করা হচ্ছে। এরপর পাড়া বা বসতি এলাকার নর্দমাগুলি নতুন কায়দায় তৈরি করা হবে। তাতে পাড়ায় পাড়ায় যেমন দূষিত জল থাকবে না, তেমনই পুকুর বা ডোবা থেকেও দূষণ ছড়াবে না।
  • Link to this news (বর্তমান)