২০ ডিগ্রিতে উঠল সর্বনিম্ন তাপমাত্রা, সোমবার ফের শহরে বৃষ্টির শঙ্কা
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
২ ডিসেম্বর, কলকাতা: শহর কলকাতায় শীতের দেখা পাওয়া হয়ে উঠেছে দুষ্কর। প্রাথমিক ভাবে গত সপ্তাহে তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রিতে নামলেও, রবিবার ২০ ছুঁয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীতের কামড় মালুম পাচ্ছে না শহরবাসী। যদিও কয়েক পশলা বৃষ্টির জেরে পারা আবার নামার সম্ভাবনাও রয়েছে।
আজ, সোমবার হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। এমনকী, কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ১৯ ডিগ্রি। রবিবার, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি ও ২০ ডিগ্রি।
গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০০০.৭ মিমি। আজ, সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ০০০.৭ মিমি। বেলা বাড়লে আংশিক ভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় শীতের দেখা না মিললেও, দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় দেখা যাচ্ছে কুয়াশার প্রকোপ। আজ, সকালে কুয়াশার পুরু স্তর লক্ষ্য করা গিয়েছে দুই বর্ধমান, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়ার মতো জেলাগুলোতে।