• নেচার ইনডেক্সের তালিকায় দেশে প্রথম কলকাতা
    আনন্দবাজার | ০২ ডিসেম্বর ২০২৪
  • বিশ্বের বিভিন্ন শহর থেকে প্রকাশিত গবেষণাপত্রের গুণমান এবং সংখ্যার নিরিখে ক্রম অনুযায়ী একটি তালিকা তৈরি করেছে নেচার ইনডেক্স। সেই তালিকায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। সামগ্রিক তালিকায় গোটা বিশ্বে কলকাতার স্থান ৮৪তম।

    এই তালিকায় শীর্ষ স্থান দখল করেছে বেজিং। চিনের আর এক শহর শাংহাই রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম দশটির মধ্যে পাঁচটিইচিনের। যার মধ্যে রয়েছে নানজিং (পঞ্চম), গুয়াংঝৌ (অষ্টম) এবং উহান (নবম)-ও। আমেরিকার চারটি শহর রয়েছে প্রথম দশে। নিউ ইয়র্ক ও বস্টন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। এ ছাড়া ষষ্ঠ ও সপ্তম স্থানেডোনাল্ড ট্রাম্পের দেশের সান ফ্রান্সিসকো এবং বল্টিমোর-ওয়াশিংটন। চিন ও আমেরিকা বাদে প্রথম দশে রয়েছে জাপানের টোকিয়ো।

    ভারতের শহরগুলির মধ্যে কলকাতার পরে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই। বেঙ্গালুরুর অবস্থান কলকাতার ঠিক পরেই। অর্থাৎ ক্রমতালিকায় ৮৫। প্রথম একশোয় রয়েছে মুম্বইও। ৯৮তম স্থানে রয়েছে ভারতের বাণিজ্য নগরী। রাজধানী দিল্লি রয়েছে ১২৪তম স্থানে। হায়দরাবাদের অবস্থান ১৮৪।

    উল্লেখ্য নেচার ইনডেক্সের তরফে প্রকাশিত এই তালিকায় ঠাঁই পেয়েছে বিশ্বের ২০০টি শহর। কলকাতার পরে রয়েছে এডিনবরা, হেলসিঙ্কি, ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল, প্রাগ,ক্লিভল্যান্ড, ফ্র্যাঙ্কফুর্ট, পার্থ, লিসবনের মতো শহর।

    চিন, আমেরিকা, জাপান, ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সুইৎজ়ারল্যান্ড, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান, ইটালি, রাশিয়া, বেলজিয়াম, ইজ়রায়েল, ফিনল্যান্ড, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, সৌদি আরব, আয়ারল্যান্ড, ব্রাজিল, পর্তুগালের বিভিন্ন শহর।

  • Link to this news (আনন্দবাজার)