• নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিন মঞ্জুর করল হাইকোর্ট, তবে এখনই হচ্ছে না জেলমুক্তি
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে ১০ লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে ইডির মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না অয়নের।

    বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এদিন অয়নের জামিন সংক্রান্ত মামলাটি চলছিল। শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতির নির্দেশ, অয়নকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি তিনি তাঁর মোবাইল নম্বর বদল করতে পারবেন না। নিয়মিত আদালতে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন বিচারক। ইডির পাশাপাশি অয়নকে গ্রেপ্তার করে সিবিআইও। তবে সেই মামলায় এখনও জামিন পাননি অয়ন। তাই ইডির মামলায় জামিন মিললেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।

    উল্লেখ্য, গত বছর ২০ মার্চ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন অয়ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অয়নের বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। তাদের আরও দাবি, তল্লাশিতে বেশ কিছু উত্তরপত্রও (ওএমআর) উদ্ধার হয়। উত্তরপত্র বানানোর বরাত পেত অয়নের সংস্থা বলে ইডি সূত্রে খবর। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় অয়নকে গ্রেপ্তার করে সিবিআই। আপাতত সেই মামলা বিচারাধীন।
  • Link to this news (বর্তমান)