• ‘দুষ্টু লোক দাঙ্গা করে, সাধারণে ভোগে’, বিধানসভায় বেলডাঙা ইস্যুতে সরব মমতা
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেলডাঙা প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষে প্রশাসন কী পদক্ষেপ করেছিল তা নিয়ে বিধানসভায় ব্যাখ্যা দেন তিনি। সাফ জানালেন, কিছু দুষ্টু লোক দাঙ্গা করে আর সাধারণ লোকে ভোগে। শান্তি বজায় রাখতে পুলিশ-প্রশাসন যথাযথ পদক্ষেপ করেছে।

    সোমবার বিধানসভায় বক্তব্য রাখেন মমতা। সেখানেই বেলডাঙা ইস্যুতে বিবৃতি দেন। জানান, কেন অশান্তি বেঁধেছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। জানান, “সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল। আর একটা জায়গায় মহম্মদ প্রফেটকে গালি দিয়ে লাইটিং করা হয়েছিল। অনেকবার বারণ করা হয়। শোনেনি, তাতেই সংঘর্ষ।” পরিস্থিতি সামাল দিতে খোদ মুখ্যমন্ত্রী রাত জেগেছিলেন। বলেন, “আমি সারা রাত জেগেছিলাম। ডিজি, চিফ সেক্রেটারি জেগেছিল। ডিজিকে পাঠিয়েছিলাম। ওখানে কারা এগুলো করে আমি জানি।” একইসঙ্গে মমতার প্রশ্ন, “আমার ধর্ম নিয়ে কেউ বললে আমি সহ্য করব?”

    মুখ্যমন্ত্রী আরও জানান, বেলডাঙার বিধায়ককে ডিসচার্জ করিয়ে এনেছিলেন তিনি। সারা রাত রেজিনগরের বিধায়কদের সঙ্গে কথা বলেছিলেন। মমতা আরও বলেন, “হিন্দুদের এলাকায় যাতে কোনও গোলমাল না হয় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বলেছিলাম কেউ হাত দেবে না। পুলিশ তার মতো ব্যবস্থা নেবে।” এর পরই তাঁর মন্তব্য, “দাঙ্গা করে কিছু দুষ্টু লোক, আর ভোগে সাধারণ লোক। আপনি আপনার ধর্ম নিয়ে লড়াই করুন। আপনি সর্বধর্ম নিয়ে লড়াই করব।”
  • Link to this news (প্রতিদিন)