• ‘অপরাজিতা’ বিল নিয়ে ধর্না হাজরায়
    আনন্দবাজার | ০২ ডিসেম্বর ২০২৪
  • রাজ্যের ‘অপরাজিত বিলে’র প্রয়োজনীয় অনুমোদনের দাবিতে শহরে শনিবারের পরে রবিবারও কর্মসূচি নিল তৃণমূল কং‌গ্রেস। হাজরা মোড়-সহ রাজ্যের নানা প্রান্তে মহিলা তৃণমূল কংগ্রেস অবস্থান কর্মসূচি নিয়েছিল।

    শ্যামবাজার, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় মিছিলও হয়েছে। সংগঠনের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, “অপরাজিতা বিল গত ৩ সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয়েছে। এখনও আইনের জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি। আমরা বাংলায় প্রয়োগ করার জন্যই বিলটি এনেছি।” সংগঠন সূত্রে জানা গিয়েছে, তাদের ১৫ জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবে।

  • Link to this news (আনন্দবাজার)