• যাত্রীদের জন্য খারাপ খবর, ভাড়া বাড়ছে রাতের শেষ মেট্রোর
    আজ তক | ০৩ ডিসেম্বর ২০২৪
  • কলকাতার মেট্রো যাত্রীদের খরচ বাড়ল। এবার থেকে রাতের শেষ মেট্রোতে চড়লে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা। আগামী ১০ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। সোমবারই এই ঘোষণা করা হয়। 

    মেট্রোর তরফে জানানো হয়, রাত ১০ টা ৪০ মিনিটে একজোড়া মেট্রো চলে। কবি সুভাষ (নতুন গড়িয়া) থেকে দমদম পর্যন্ত এবং তার উল্টো রুটে। তবে যাত্রী সংখ্যা কম থাকে। সেজন্য যাত্রী প্রতি টিকিটের মূল্য ১০ টাকা বাড়ানো হয়েছে। নয়া নিয়ম ১০ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে। অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ বা তার বিপরীত রুটের যাত্রীদের ওই মেট্রোর জন্য ১০ টাকা অতিরিক্ত দিতে হবে। কোনও স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া যাই হোক না কেন তার সঙ্গে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা। 

    তবে অন্য কোনও মেট্রোর ভাড়া বাড়ছে না। রাতের ১০ টা বেজে ৪০ মিনিটের মেট্রো বাদ দিয়ে যে রুটের যেমন ভাড়া ছিল তা অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে যাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। 

    রাত্রি ১০ টার পর মেট্রো চালানোর দাবি অনেক দিনের। যাত্রীদের সেই দাবিকে মান্যতা দিয়ে গত জুন মাস থেকে ব্লু লাইনে ১০ টা ৪০ এর মেট্রো চালু করা হয়। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল, সেই মেট্রোতে ভিড় ভালো হবে। বহুল সংখ্যক যাত্রী যাওয়া আসা করবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, যাত্রী সংখ্যা হাতে গোনা।

    প্রসঙ্গত, শনি ও রবিবার বাদ দিয়ে সপ্তাহের ৫ দিন এই ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা মেলে। তবে এই সময় যাত্রীদের জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকে না।    

     
  • Link to this news (আজ তক)