• বিধানসভায় ৬ বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো তিক্ততা ভুলে ফের একবার মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। আজ, সোমবার নবনির্বাচিত ৬ বিধায়ককে বিধানসভায় এসেই শপথ বাক্য পাঠ করালেন সিভি আনন্দ বোস। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    গত ১৩ নভেম্বর, রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন হয়। এই ছ’টি কেন্দ্রেই বিরোধীদের ফুৎকারে উড়িয়ে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। তালডাংরা থেকে জয়ী হয়েছেন ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন সুজয় হাজরা, হাড়োয়া থেকে শেখ রবিউল ইসলাম, নৈহাটিতে সনৎ দে, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো ও সিতাইতে উপনির্বাচনে জয়ী হয়েছেন সঙ্গীতা বসুনিয়া। এদিন এই বিধায়কদেরই শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল।

    এদিন শপথ গ্রহণের আগে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয়দের উপর অত্যাচার হোক তা চাই না, কেন্দ্র এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করুক। রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র।’ পাশাপাশি, এদিন বিধানসভায় পর্যটন শিল্পের উন্নয়নেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)