• চা বাগান ইস্যুতে বিধানসভায় তর্ক বিজেপি বিধায়কের, চুপ করালেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • চা বাগান ইস্যুতে বিজেপি বিধায়ক বিশাল লামার সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার যুক্তি শুনে বিশাল বেশি দূর তর্ক এগিয়ে নিয়ে যাননি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার সময় চা বাগান বন্ধ হওয়া নিয়ে মন্তব্য করেন বিজেপির বিধায়ক। জবাবে বিশালকে মিথ্যা কথা না বলার আর্জি জানান মমতা।
    সোমবার বিধানসভার অধিবেশনে বিভিন্ন বিষয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। তাঁর বিবৃতিতে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। পাশাপাশি তিনি রাজ্যের পর্যটন চিত্রের কথাও তুলে ধরেন। এ বিষয়ে বলতে গিয়ে মমতার কথায় চা বলয়ের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘পর্যটন এখানে অনেক বিস্তৃত। অনেক পলিসি হয়েছে। চা বাগানে ১৫% জমিতে আমরা কাজ করছি। শ্রমিকরা কাজ করছেন। বড় বড় হোটেল হচ্ছে। ইউনেস্কো বলেছে, বেঙ্গল ট্যুরিজম ডেস্টিনেশন। আমাদের টি ট্যুরিজম আছে, ট্র্যাডিশনাল ট্যুরিজম আছে।’ একথা বলা মাত্রই কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা বলে ওঠেন, ‘ডুয়ার্স, বক্সা, কালচিনিতে অনেক জায়গায় চা বাগান বন্ধ হচ্ছে।’
    বিশালের কথা শুনেই প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যা বলবেন বলুন, মিথ্যা বলবেন না। ওখানে যতটুকু যা করেছে, আমাদের সরকারই করেছে। এলাকায় যান, ঘুরুন, কী হয়েছে দেখুন চা বাগানে।’ মমতা এদিন অভিযোগ করেন, বন্ধ চা বাগান খোলা নিয়ে এতদিন কেন্দ্র প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে। প্রত্যেকবার নির্বাচনের আগে চা বাগান খোলা নিয়ে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। মমতার পাল্টা দাবি, বন্ধ হওয়া চা বাগানগুলির শ্রমিক পরিবারের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। তাঁদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যদিও মমতার পাল্টা জবাবের পর আর তর্ক বাড়াননি বিজেপি বিধায়ক বিশাল লামা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)