রেল সূত্রে খবর, ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিল। গতি বাড়ছে ধীরে ধীরে। হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে যান এক যাত্রী। কিন্তু ট্রেনের গতির সঙ্গে তাল রাখতে পারেননি তিনি। পা পিছলে পড়ে যান প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে! ঘটনার নজরে পড়ে যায় কর্তব্যরত আরপিএফ জওয়ানের। নিজের প্রাণে ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন তিনি। কবে? ৩০ নভেম্বর।
এর আগে, একই ঘটনা ঘটেছিল বর্ধমান। তখন গভীর রাত। সেবার ৫ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েছিলেন এক প্রৌঢ়া। কিন্তু যথারীতি ট্রেনের গতির সঙ্গে তাল রাখতে পারেননি তিনিও। ফলে প্ল্যাটফর্মে নামলেও পা হড়কে পড়ে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে! ওই প্রৌঢকে উদ্ধার করেন নিভা কুমারী ও যোগেশ কুমার নামে দুই আরপিএফ কর্মী।