রোগী কল্যাণ সমিতিতে রদবদল, আর জি করে অতীন, এসএসকেএম-এ অরূপ, রইল তালিকা
প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৪
অভিরূপ দাস: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানিয়েছিলেন, এবার থেকে চেয়ারম্যান পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। ওই চেয়ারে বসবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। তবে সদস্যদের মধ্যে একজন করে জনপ্রতিনিধি থাকবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক সোমবার ঘোষিত হল রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধিদের নাম। কারা রয়েছেন তালিকায়? সুদীপ্ত রায়-শান্তনু সেনের পর আর জি করের রোগী কল্যাণ সমিতিতে এলেন কোন জনপ্রতিনিধি?
সোমবার স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, আর জি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এর আগে সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। কিন্তু সেখানে পিজিটি চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তে দায়িত্ব পেয়েছিলেন শান্তনু সেন। পরে অবশ্য মুখ্যমন্ত্রী এই সমিতি ভেঙে দেন। এবার সদস্য় হলেন অতীন ঘোষ।
রাজ্যের ২৪ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি সদস্যের তালিকা