ময়নাগুড়িতে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি: ৮১ বছরের বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। আজ, সোমবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বৃদ্ধ। তাঁর নাম পল্টন বাগচি। পাশপাশি ছেলের শাস্তিও দাবি করেছেন তিনি।
পল্টনের অভিযোগ, চাষের জমিতে ধান কাটাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। কয়েকদিন আগে তিনি তাঁর ছেলেকে কাটা ধান বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে রাখার কথা বলেন। কিন্তু তা মানতে নারাজ ছিলেন তাঁর ছেলে। আজ, সোমবার সকালে কেন ওই কাটা ধানগুলি নির্দিষ্ট জায়গা রাখা হয়নি, তা জিজ্ঞাসা করতেই বাবার উপর চড়াও হন ছেলে। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন পল্টন।
তিনি বলেন, “অভিযোগ জানাতে স্থানীয় প্রধানের কাছে গেলেও কোনও সুরাহা হয়নি। সেই কারণেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”