• তিস্তা ব্যারেজ সেতুতে ভারী যান চলাচল বন্ধ দু’মাস, প্রতিবাদে অবরোধ গজলডোবায়
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৪
  • গজলডোবার তিস্তা ব্যারেজ সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ। দীর্ঘদিন ধরে যাতায়াত বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন বালি, পাথর ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিক ও ট্রাক চালকরা। প্রতিবাদ জানাতে সোমবার প্রায় চার ঘণ্টার জন্য সড়ক অবরোধ করেন তারা।

    গত প্রায় দু’মাস ধরে গজলডোবার তিস্তা ব্যারেজ সেতু দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শিলিগুড়িগামী করোনেশন সেতুতে আগে থেকেই দশ টনের বেশি পণ্য পরিবহণে বাধা থাকায় বিকল্প একমাত্র পথ ছিল এই গজলডোবার সড়ক। সেখানেও বিধি নিষেধ কার্যকর হওয়ায় মাথায় হাত ডুয়ার্সের বালি পাথর ব্যবসার সঙ্গে যুক্ত সকলের।

    ট্রাক চালকদের দাবি, তিস্তা ব্যারেজ সেতু বন্ধ থাকার জন্য প্রায় ৫০ কিলোমিটারের বেশি অধিক যাত্রা করতে হচ্ছে তাদের। বর্তমানে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ির দিকে বালি, পাথর পাঠাতে হচ্ছে। পাশাপাশি, পরিবহণ ব্যয় বেশি হওয়ায় সমস্যায় ট্রাক মালিকরা। উল্লেখ্য, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় প্রায় দু’লক্ষের বেশি মানুষ বালি খাদানের কাজের সঙ্গে যুক্ত। ট্রাক মালিক রঞ্জন বিশ্বাস বলেন, ‘গজলডোবা থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। এখন ঘুর পথে ৭০ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

    প্রসঙ্গত, নভেম্বর মাসেও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি ট্রিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলে গজলডোবায় পথ অবরোধ কর্মূসচি পালন করেছিল। মূলত, মেরামতির কাজের জন্যেই সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)