• শেষ মেট্রোয় ১০ টাকা সারচার্জের ‘ভাবনা’, খামখেয়ালে ক্ষুব্ধ যাত্রীরা
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: প্রথমে কলকাতা হাইকোর্টের নির্দেশে উত্তর–দক্ষিণ ব্লু–লাইনে দিনের শেষ মেট্রো কবি সুভাষ ও দমদম থেকে ছাড়ার সময় রাত ১১টা করা হয়েছিল। সেটা ছিল ২২ মে ২০২৪। এর ঠিক এক মাস পরেই, ২৪ জুন মেট্রোর কর্তারা জানান, রাত ১১টার ট্রেনে যাত্রী হচ্ছে না। তাই বেশি যাত্রী পাওয়ার জন্যে দিনের শেষ মেট্রোর সময় রাত ১১টা থেকে ২০ মিনিট এগিয়ে এনে ১০টা ৪০ করা হয়।

    কয়েক মাস নিরুপদ্রবে কাটার পর সোমবার সংস্থা জানাল, শেষ মেট্রোয় যাত্রিসংখ্যা এতটাই কম যে খরচ তুলতে ওই ট্রেনের প্রতি টিকিটে ১০ টাকা ‘সারচার্জ’ চাপানোর ‘ভাবনা’ চলছে। শেষ পর্যন্ত ওই ‘ভাবনা’ বাস্তবায়িত হলে ১০ ডিসেম্বর থেকে শেষ মেট্রোর যাত্রীদের পাঁচ টাকার টিকিট কাটলেও ১৫ টাকা গুণতে হবে!

    দিনের শেষ ট্রেন নিয়ে কলকাতা মেট্রোর কর্তাদের এমন খামখেয়ালিপনায় বিরক্ত যাত্রীরা। আসলে রাতে ট্রেন চালাতে একেবারেই রাজি ছিল না সংস্থা। কিন্তু যাত্রীরা ছিলেন নাছোড়বান্দা। কলকাতার মতো শহরে কবি সুভাষ এবং দমদম থেকে দিনের শেষ মেট্রো কেন ছাড়বে রাত ৯টা ৪০–এ, প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

    বহু বার যাত্রীদের পক্ষ থেকে শেষ মেট্রোর সময় পিছিয়ে দেওয়ার জন্যে আবেদন করা হয়েছিল মেট্রোর কর্তাদের কাছে। কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন যাত্রীদের একাংশ। জনস্বার্থ মামলা হয়। হাইকোর্টের নির্দেশেই রাতের সার্ভিস চালু করতে কার্যত বাধ্য হন মেট্রো কর্তৃপক্ষ।

    তবে রাতের পরিষেবা চালানোর চেয়ে বন্ধ করে দেওয়াই যে সংস্থার উদ্দেশ্য, বার বারই সেটা স্পষ্ট হয়েছে। প্রথমে ২৪ জুন মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, ১১টার ট্রেনে গড়ে ছ’হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে, আর খরচ হচ্ছে ৩ লক্ষ ২০ হাজার টাকা। অতিরিক্ত খরচের যুক্তিতে শেষ ট্রেনের সময় রাত ১১টা থেকে ২০ মিনিট এগিয়ে এনে রাত ১০টা ৪০ করা হয়। কিছু দিন আগে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ১০টা ৪০–এর ট্রেনে যাত্রীর সংখ্যা ‘যথেষ্ট’ বেশি।

    কিন্তু সেই দাবি থেকে সরেই সোমবার প্রেস বিবৃতিতে মেট্রো জানিয়েছে, ১০টা ৪০–এর মেট্রোয় যাত্রী এতটাই কম যে খরচ তোলার জন্যে ওই ট্রেনের প্রতি টিকিটে ১০ টাকার সারচার্জ বসানোর ‘ভাবনা–চিন্তা’ চলছে! যাত্রীদের অনেকেরই আশঙ্কা, ১০টা ৪০–এর ট্রেন পুরোপুরি বন্ধ করে দেওয়াই সম্ভবত উদ্দেশ্য মেট্রোর। আর তা হলে কবি সুভাষ ও দমদম থেকে ঘুরে–ফিরে সেই রাত ৯টা ৪০–এর ট্রেনই ফের হয়ে যাবে লাস্ট মেট্রো!
  • Link to this news (এই সময়)