• তথ্য প্রযুক্তি কর্মীদের ঘুম উড়়েছে, ২০২৪ সালে কর্মহীন প্রায় দেড় লক্ষ
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৪
  • তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য চলতি বছর মোটেই ভালো গেল না। বিশ্বের প্রথম সারির অধিকাংশ সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সেই তালিকায় রয়েছে টেসলা, মাইক্রোসফ্ট, ইন্টেল, ডেল, সিসকো, উবর, জেরক্স-এর মতো একাধিক বহুজাতিক সংস্থা। এর জেরে দেড় লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী কাজ হারিয়েছেন ২০২৪ সালে।

    ইন্টেল: ২০২৪ সালে বড় অঙ্কের ক্ষতির হয়েছে এই টেক জায়ান্টের। ১ হাজার কোটি ডলার খরচ কমানোর কথা জানিয়েছে তারা। এ বছর ইন্টেলের ১৫ হাজার কর্মী কাজ হারিয়েছেন। এর জেরে এই সংস্থার মোট ওয়ার্কফোর্স ১৫ শতাংশেরও বেশি কমে গিয়েছে।

    টেসলা: বিশ্বের ধনীতম ব্যক্তির সংস্থা দু’ধাপে কর্মী ছাঁটাই করেছে ২০২৪ সালে। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীর চাকরি গিয়েছিল এই সংস্থা থেকে। তার পর আরও কয়েক হাজারের চাকরি যায়। ব্লুমবার্গের রিপোর্ট অনুয়ায়ী, ২০ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে টেলসা।

    সিসকো: এই তথ্য প্রযুক্তি সংস্থা দু’ধাপে প্রায় ১০ হাজার কর্মীকে বিদায় জানিয়েছে। এ বছর ফেব্রুয়ারিতে গ্লোবাল ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চার হাজার কর্মীকে ছাঁটাই করে। তার পর প্রায় ৬ হাজার কর্মীর কাজ গিয়েছে এই সংস্থা থেকে।

    উবর: ছাঁটাইয়ের ব্যাপারে কর্মীদের রেয়াত করেনি উবর। এ বছর এই সংস্থা থেকে চাকরি গিয়েছে ৬ হাজার ৭০০ জনের। এর পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় অফিসও বন্ধ করেছে উবর।

    ডেল: গত ২ বছর ধরেই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল। প্রায় ৬ হাজার কর্মী এই সংস্থা থেকে কাজ হারিয়েছেন গত ২ বছরে। এই সংস্থার রেভিনিউ কমেছে।

    জেরক্স: এই সংস্থা নিজের তিন হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এ বছরের শুরুতেই নিজেদের ওয়ার্কফোর্স ১৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছিল জেরক্স।

    মাইক্রোসফ্ট: এই তথ্য প্রযুক্তি সংস্থার থেকে এ বছর চাকরি গিয়েছে আড়াই হাজার জনের। এ বছরের শুরুতে ১ হাজার ৯০০ জনের চাকরি গিয়েছিল এই সংস্থা থেকে। সেপ্টেম্বর মাসে ফের ৬০০ জনের চাকরি যায়।
  • Link to this news (এই সময়)