আজকাল ওয়েবডেস্ক: উত্তর হাওড়ার মানুষের পানীয় জল সমস্যা মেটাতে ২৯২ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছে সরকার। ওই কাজ চলাকালীন পুরনো পাইপলাইন ফেটে বিপত্তি। উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে সোমবার বিকেল থেকে জল মিলছে না। মঙ্গলবার সকালে পানীয় জল মিলবে কিনা তাও স্পষ্ট নয়।
হাওড়া পুরসভা সূত্রে জানা গেছে, বাঁধাঘাটের কাছে পুরসভার পাইপ লাইনের কাজের সময় বিপত্তি বাঁধে। বাঁধাঘাটের কাছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপ বসানো হচ্ছিল। বসাতে গিয়ে পুরনো পদ্মপুকুরের পানীয় জলের পাইপ লাইনে ধাক্কা লাগে। পাইপলাইনের কিছুটা ফেটে যায়। যে কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ডে পানীয় জল মিলছে না। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। তবে মঙ্গলবার সকালে জল মিলবে কিনা তা স্পষ্ট করেনি পুরসভা।
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, উত্তর হাওড়ার মানুষ প্রায় ৫০ বছর ধরে পদ্মপুকুরের জল খেতেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে ২৯২ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছে। আগামী ২০২৫ ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে। এই বৃহৎ কাজের জন্য ছোট কোন ভুলত্রুটি হতেই পারে। পদ্মপুকুরের পানীয় জলের পাইপ লাইনে ধাক্কা লেগে কিছুটা ফুটো হয়েছে। সোমবার সন্ধ্যের জল উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ডের মানুষ পাবেন না। মঙ্গলবার পরিষেবা মিলবে। এত বড়ো কাজ চলছে আশা রাখি উত্তর হাওড়ার মানুষ একটু অসুবিধা মেনে নেবেন।