• তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের
    আজকাল | ০৩ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না।

    এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের। বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি। পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় তাঁর চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেইসঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রেখেছেন পতাকার সামনে।

    যেখানে বলা হয়েছে, চেম্বারে ঢোকার আগে 'তিরঙ্গা'কে প্রণাম করে ঢুকতে হবে। না হলে, চেম্বারে প্রবেশ নিষিদ্ধ। কেন এই ব্যবস্থা? উত্তরে ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, 'যারা আমাদের দেশে আসবেন তাঁদেরকে আমাদের পতাকা সম্মান করতেই হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে।' চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও অন্যরা। উল্লেখ্য, ইসকনের এক সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ।

    অভিযোগ উঠেছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের।পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বিগ্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও। বাংলাদেশ থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসেন। সোমবার বিধানসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে রাষ্ট্রসংঘের কাছে কেন্দ্র আবেদন জানাক, সে দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। বাংলার মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আমরা শান্তি চাই। ওপার বাংলার এই পরিস্থিতির মধ্যেই শিলিগুড়ির এই চিকিৎসকের অভিনব সিদ্ধান্ত সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে।
  • Link to this news (আজকাল)