আজকাল ওয়েবডেস্ক : দেশের সরকার, ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সঞ্চয় প্রকল্প চালু করেছে, যেখানে মাসিক বা বার্ষিক রিটার্নের মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। ছোট থেকে বড় জমার পরিমাণের জন্য এসব প্রকল্পে বিভিন্ন বিকল্প রয়েছে। তবে বিনিয়োগ করার আগে প্রতিটি সঞ্চয় প্রকল্পের সুদের হার ভালোভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পোস্ট অফিসের কিছু সঞ্চয় প্রকল্পের তথ্য দেওয়া হল, যেখানে আপনি জমা রেখে বেশি সুদ পেতে পারেন।
ছোট সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার প্রতি ত্রৈমাসিকে সরকার পুনর্বিবেচনা করে। সেপ্টেম্বর ২০২৪-এ অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রেস রিলিজ অনুযায়ী, আর্থিক বর্ষ ২০২৪-২৫-এর তৃতীয় ত্রৈমাসিকের সুদের হার পূর্ববর্তী ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত রয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : প্রবীণ ও অবসরপ্রাপ্তদের জন্য এই প্রকল্পে ন্যূনতম ১,০০০ টাকা জমা রেখে অ্যাকাউন্ট খোলা যায়। সর্বাধিক ৩০ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই ত্রৈমাসিকে বার্ষিক সুদের হার ৮.২%, যা অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত লাভজনক।
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট: ১,০০০ টাকা ন্যূনতম বিনিয়োগে শুরু করা যায় এবং আয়কর আইন, ১৯৬১-এর ধারা ৮০সি-এর অধীনে করছাড়ের সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পে সুদের হার ৭.৫% বার্ষিক।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট : এটি একটি নির্দিষ্ট মেয়াদের সঞ্চয় প্রকল্প, যা করছাড়ের সুবিধা দেয়। পাঁচ বছর পর এটি পরিপক্ব হয়। চলতি ত্রৈমাসিকে সুদের হার ৭.৭%, যা প্রতিবছর চক্রবৃদ্ধি হিসাবে যোগ হয় এবং মেয়াদপূর্তিতে প্রদান করা হয়।
কিষাণ বিকাশ পত্র : কম ঝুঁকিপূর্ণ একটি সঞ্চয় প্রকল্প, যেখানে বিনিয়োগকৃত অর্থ ১১৫ মাসে (৯ বছর ৭ মাস) দ্বিগুণ হয়। এই ত্রৈমাসিকে সুদের হার ৭.৫% বার্ষিক, যা চক্রবৃদ্ধি পদ্ধতিতে গণনা করা হয়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা : এটি কন্যাসন্তানের অভিভাবকদের জন্য একটি সঞ্চয় প্রকল্প, যা ধারা ৮০সি-এর অধীনে করছাড়ের সুবিধা দেয়। প্রকল্পটি মেয়াদ পূর্ণ করে মেয়েটি ১৮ বছর বয়সে পৌঁছালে। চলতি ত্রৈমাসিকে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৮.২%, যা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য অত্যন্ত লাভজনক।