• নামছে পারদ! কলকাতা ও জেলায় কবে থেকে জাঁকিয়ে শীত?
    আজ তক | ০৩ ডিসেম্বর ২০২৪
  • ডিসেম্বরের শুরুতেও বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল। গত সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হওয়ার সঙ্গে তাপমাত্রা বেড়েছিল। তবে এখন ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় আবহাওয়ার পালাবদল শুরু হয়েছে। চলতি সপ্তাহে বাংলায় থাকবে মনোরম আবহাওয়া, তবে খুব শীঘ্রই জেলায় জেলায় কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে।

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে গত সপ্তাহে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে গিয়েছিল। আগামী পাঁচদিনে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শীত আরও জাঁকিয়ে পড়তে পারে।

    আজ সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    এই সপ্তাহে শীতের অপেক্ষা বাড়লেও, বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে। তাই নির্ঝঞ্ঝাট আবহাওয়ার মধ্যেই ঠান্ডার জন্য প্রস্তুত হওয়ার সময়।
  • Link to this news (আজ তক)