তরুণদের শিল্পকলার প্রতি আগ্রহী করতে চিত্র প্রদর্শনী বিশ্বভারতীতে
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বোলপুর: তরুণ প্রজন্মকে শিল্পকলার প্রতি আগ্রহী করে তুলতে চিত্র প্রদর্শনী তথা কর্মশালা আয়োজিত হল বিশ্বভারতীতে। সেখানকার শিল্প সদনের অধ্যাপক আশিস ঘোষ সহ কলকাতা তথা রাজ্যের ১০জন শিল্পীর আঁকা নানা ছবি সেখানে স্থান পেয়েছে। সে সব ছবিতে ফুটে উঠেছে সমাজের নানা প্রতিচ্ছবি।
শান্তিনিকেতনের কোপাই নদী লাগোয়া খঞ্জনপুরের ‘মৃত্তিকা’ স্টুডিওতে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে। ‘রিফ্লেকশন’ নামে ওই প্রদর্শনীতে সমাজের নানা বিষয় সুনিপুণভাবে তুলে ধরেছেন শিল্পীরা। বিশ্বভারতীর রীতি ও ঐতিহ্য মেনে শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলাভবনের বিশিষ্ট শিল্পী অধ্যাপক জনক ঝঙ্কার নার্জারি।
সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে মজে থাকায় তরুণ প্রজন্মের অনেকেই খেলাধুলো বা শিল্পচর্চায় আগ্রহ হারিয়ে ফেলছে। কোনও কিছু সৃষ্টির যে আলাদা আনন্দ আছে, তা তরুণদের কাছে তুলে ধরতে চাইছিলেন শিল্পীরা। তাই শান্তিনিকেতন, কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের বর্ষীয়ান শিল্পীরা একজোট হয়ে শিল্প-সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। অধ্যাপক আশিস ঘোষ ছাড়াও কলকাতার ‘আর্ট অ্যান্ড আর্টিস্ট’-এর জয়দীপ ঘোষ, গুমটির দেবজ্যোতি লাহিড়ী, খ্যাতনামা শিল্পী সনাতন সাহা, রামু দাসের মতো ব্যক্তিত্ব এই প্রদর্শনীতে অংশ নেন। তবে শিল্পীরা শুধু নিজেদের ছবির প্রদর্শনী করেই থেমে থাকেননি। বিশ্বভারতীর ও স্থানীয় পড়ুয়াদের ছবি আঁকার বিষয়ে উৎসাহ দিতে তাঁরা কর্মশালার আয়োজন করেন। এবিষয়ে আশিসবাবু বলেন, বিশ্বভারতীতে পড়াশোনা করার পর সেই বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। তাই ছাত্রাবস্থায় শিল্প সৃষ্টিতে যেসব প্রতিকূলতার মুখে আমি পড়েছিলাম, নবীন প্রজন্মকে যাতে সেসব সমস্যায় না পড়তে হয়-সেজন্য হাতেকলমে কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে সরাতে শিল্প সৃষ্টির এই অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। কারণ, শিল্পে নিমজ্জিত না হলে সৃষ্টির আনন্দ বোঝা যাবে না। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পীদের একত্র করে এই প্রদর্শনী আয়োজন করা হয়। আশা করছি, শিল্পানুরাগী মানুষ এই প্রদর্শনী উপভোগ করেছেন। প্রদর্শনীর কোঅর্ডিনেটর জয়দেব ঘোষ বলেন, প্রকৃতি ও সামাজিক অবস্থান থেকে মানুষের বিভিন্ন প্রতিচ্ছবি তৈরি হয়। শিল্পীমন তা ক্যানভাসে ফুটিয়ে তোলে। সেগুলিই অপরূপ শিল্প হিসেবে দর্শকদের মনে স্থান পায়। • নিজস্ব চিত্র