• রঘুনাথগঞ্জে বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: দিদার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হল। মৃত রুমাইল শেখ(১৮) রঘুনাথগঞ্জের সন্তোষপুরের বাসিন্দা ছিলেন। দুই বন্ধুকে নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকটি একটি গাছে ধাক্কা মারে। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অপর দুই আরোহী ছিটকে পড়ে মারাত্মক জখম হয়েছেন। তাঁরা এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রুমাইল নির্মাণশ্রমিক ছিলেন। তাঁর দিদা নাতিকে দেখতে চেয়েছিলেন। তাই সোমবার সকালে দুই বন্ধুকে নিয়ে বাইকে নওদা গ্রামে দিদার বাড়ি যাচ্ছিলেন রুমাইল। সন্তোষপুর থেকে কয়েক কিমি দূরে দক্ষিণপাড়া ও খোঁজারপাড়ার মাঝে উল্টোদিক থেকে একটি স্কুলভ্যান আচমকা তাঁদের সামনে চলে আসে। এরপরই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে। তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুমাইলের মৃত্যু হয়। তাঁর দুই বন্ধুর হাত ও পা ভেঙে যায়। স্থানীয়রা তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুমাইলকে মৃত ঘোষণা করেন। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জখমদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। জঙ্গিপুর মর্গের সামনে বসেছিলেন মৃতের বাবা রাফিকুল শেখ। তিনি বলেন, বন্ধুদের নিয়ে দিদার বাড়ি ঘুরতে যাচ্ছিল। স্কুলের গাড়িকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারে। ছেলেকে আর ফিরে পাব না।
  • Link to this news (বর্তমান)