• কৃষকবন্ধু প্রকল্পে টাকা পাওয়ার নিরিখে রাজ্যে দ্বিতীয় মুর্শিদাবাদ
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় ১০ লক্ষ ৯০ হাজার চাষি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই সাড়ে ১০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। চলতি অর্থবর্ষে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা ঢুকছে। মুর্শিদাবাদ জেলায় মোট ২৫৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এখনও প্রায় ৫০ হাজার চাষি এই অর্থ পাবেন। জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরি করে নবান্নে পাঠায় কৃষিদপ্তরের জেলা অফিস। রাজ্য সরকার সেই তালিকা দেখে সরাসরি চাষিদের অ্যাকাউন্টে টাকা দেয়। এবারের মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় বেশ কিছুটা বেড়েছে বলে জানা গিয়েছে। টাকার অঙ্কের নিরিখে রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা দ্বিতীয় স্থানে রয়েছে।

    জেলার উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) মোহনলাল কুমার বলেন, আমাদের জেলায় মোট উপভোক্তা সংখ্যা ১০ লক্ষ ৯০ হাজার। এখনও পর্যন্ত ১০ লক্ষ ৪৮ হাজার চাষির অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে। বাকি চাষিদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে। এর আগে খরিফ মরশুমের চাষের জন্য টাকা পেয়েছেন চাষিরা। এবার রবি মরশুমের জন্য দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে। 

    প্রসঙ্গত, চাষজমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর, অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। নভেম্বর মাসে রবি মরশুমের চাষ শুরুর আগেই দ্বিতীয় কিস্তির টাকা পড়ল চাষিদের অ্যাকাউন্টে। ২০১৯ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পে গ্রাম বাংলার চাষিদের হাল ফিরেছে। এদিকে, ট্যাবকাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক সরকার। কোনও কারচুপি বা বিভ্রান্তি যাতে না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন কৃষিদপ্তরের কর্তারা। 
  • Link to this news (বর্তমান)