• দেশের ঐতিহাসিক কেন্দ্রগুলি স্কুটারে ভ্রমণ, স্বীকৃতি এনে দিল শিলিগুড়ির দুই কন্যাকে
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ঐতিহাসিক নিদর্শনের টানে সুদীর্ঘ অতীত থেকে দলে দলে বিদেশি পর্যটক, গবেষকরা ভারতে আসছেন। দেশের সেই সমৃদ্ধশালী ঐতিহাসিক পর্যটন কেন্দ্র স্কুটারে চেপে ভ্রমণ করে রেকর্ড গড়লেন শিলিগুড়ির মেয়ে অর্পিতা পাল। স্কুটারে চেপে ২৮৫২ কিমি পথ ঘুরে দেখলেন দেশের সমৃদ্ধশালী ঐতিহাসিক নির্দশন ও ভ্রমণকেন্দ্র। ১২ দিন ১০ ঘণ্টা ৫৮ মিনিটের এই ভ্রমণে অর্পিতা ও তাঁর সহযাত্রী দীপমালা সিংহ দেখেছেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ১৪টি ও ৩১টি ঐতিহাসিক নির্দশন, ভ্রমণক্ষেত্র। যা অতীতে কেউ করতে পারেননি। এই কৃতিত্বের জন্যে ২৮ অক্টোবর ইন্ডিয়া বুক অব রেকর্ডস তাঁদের স্বীকৃতি দেয়। 

    অর্পিতা জানান, তাঁদের এই অভিযান ছিল দেশের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। রেকর্ড গড়ার জন্য নয়। ভারতের অমূল্য এই ঐতিহাসিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকক্ষেত্রে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংক্ষণের অভাবে এই মূল্যবান সম্পদ নষ্ট  হয়ে যাচ্ছে। এগুলিকে রক্ষা করা জরুরি। সেই বার্তা দিতেই এমন অভিযান ছিল। যাতে দেশের ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বাড়ে।   শহর এবং গ্রামীণ পরিবেশ মিলিয়ে বৈচিত্রময় এই ভ্রমণ শারীরিক এবং মানসিক দিক থেকে কঠিন চ্যালেঞ্জের ছিল। কিন্তু দেশের ঐতিহাসিক সম্পদ অন্বেষণের আবেগ সব বাধাকে সরিয়ে দিয়েছে। অনুপ্রাণিত করেছে বলে জানান অর্পিতা। শিলিগুড়ির মেয়ে অর্পিতা এবং তাঁর সহযাত্রী দীপমালা বর্তমানে তেলেঙ্গানায় একটি স্কুলের শিক্ষিকা। 

     অর্পিতা পাল ও দীপমালা সিংহ।
  • Link to this news (বর্তমান)