• মহদিপুর বন্দরে ব্যবসা বেহাল
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাংলাদেশে অস্থিরতার জেরে বৈদেশিক বাণিজ্যে ভাটা। মালদহের মহদিপুর স্থলবন্দরে আগে প্রতিদিন গড়ে ২৫ কোটি টাকার ব্যবসা হত। সেটাই এখন কমে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ কোটিতে। প্রতিদিন কমছে ওপারে যাওয়া গাড়ির সংখ্যা। স্থলবন্দরের সুপার রতন কুমার রায়ের কথায়,বাংলাদেশে অস্থিরতার জন্য  কিছুটা রপ্তানি কমেছে। আগের মতো রপ্তানি এখন আর হচ্ছে না। আগস্টের গোড়া থেকে অশান্তি বেড়েই চলেছে প্রতিবেশী রাষ্ট্রে। তার সরাসরি প্রভাব খুব একটা পড়ছে না এদেশে। তবে বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরে আগের থেকে অনেকটাই কমে গিয়েছে গাড়ির সংখ্যা। মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, আশা করছি বাংলাদেশে দ্রুত শান্তি ফিরবে। 
  • Link to this news (বর্তমান)