• শপথ অনুষ্ঠানে  রাজ্যপালের সামনে  ‘জয় বাংলা’ স্লোগান
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছয় বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান তুললেন তৃণমূল বিধায়করা। সোমবার বিধানসভায় বিধায়ক পদে শপথ নেন তৃণমূলের সঙ্গীতা রায়, জয়প্রকাশ টোপ্পো, সনৎ দে, রবিউল ইসলাম, সুজয় হাজরা, ফাল্গুনী সিংহবাবু। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শপথ নেওয়ার পর ছয় বিধায়কের কণ্ঠেই ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। এমনকী অধিবেশন কক্ষের মধ্যে রাজ্যপালের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন বাকি তৃণমূল বিধায়করা। বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানের পর গাড়ি বারান্দা পর্যন্ত রাজ্যপালকে এগিয়ে দিয়ে আসেন মমতা ও বিমান। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না বিজেপির কোনও বিধায়কই। শপথ নেওয়ার আগে নিজের মা ও মমতার কথা তুলে ধরেন সুজয়।
  • Link to this news (বর্তমান)