নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসের জন্য হা-পিত্যেশ করে অপেক্ষার দিন শেষ। শহরের বৈধ বাস স্টপগুলিতে খুব শীঘ্র বিভিন্ন রুটের বাসের রিয়েল টাইম লোকেশন দেখা যাবে। অর্থাৎ কত নম্বর বাস ঠিক কোথায় রয়েছে, তা এলইডি ডিসপ্লেতে ফুটে উঠবে। ফলে তা দেখে অপেক্ষা করা বা অন্য বিকল্প পথ ধরার সিদ্ধান্ত নিতে পারবেন যাত্রীরা। শুধু তাই নয়, একই সঙ্গে এয়ারপোর্ট থেকে ১২টি রুটে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছে পরিবহণ দপ্তর। পরবর্তীতে কলকাতার সমস্ত রুটেই এটা চালু করা হবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে স্মার্ট মোবিলিটি ট্রান্সফরমেশনের দিকে আরও একধাপ এগল কলকাতা। ক্যাশলেস ব্যবস্থার ফলে যাত্রীদের বাসে যাতায়াত আরও সহজ হল। সচিব সৌমিত্র মোহন বলেন, এটি কলকাতাকে স্মার্ট সিটি হওয়ার দিকে একধাপ এগিয়ে দিল। প্রসঙ্গত, বাসের পাশাপাশি ভেসেলের টিকিটও এই পদ্ধতিতে কাটা যাবে। ইতিমধ্যেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শহরের দ্রষ্টব্য স্থানগুলির টিকিট অনলাইনে কাটা যায়। অ্যাপটি চালু হওয়ার পরে ২৭ লক্ষ মানুষ ৬০ লক্ষের বেশি ট্রিপ করেছেন।