পঞ্চায়েত সমিতির সভাপতির জন্মদিন পালন দপ্তরে, বিতর্ক
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, কল্যাণী: চাকদহে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের দপ্তরে কেক কেটে জন্মদিন পালন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (বর্তমান ভিডিওর সত্যতা যাচাই করেনি)। তবে সরকারি অফিসে ব্যক্তিগত অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বিতর্ক। রবিবার তৃণমূল পরিচালিত চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডলের জন্মদিন ছিল। অভিযোগ, সেই উপলক্ষ্যে তাঁর নিজের দপ্তরকে বেলুন দিয়ে সাজানো হয়। সেখানে বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে কেক কাটা হয়। জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন অনুগামী সহ শাসক দলের বেশ কিছু নেতা। আরও অভিযোগ, ওই দপ্তরে এর আগেও অন্য এক নেতার জন্মদিন পালন হয়েছিল। কিন্তু সরকারি দপ্তরে এইভাবে ব্যক্তিগত অনুষ্ঠান করা নিয়ে অনেকে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তবে অনুষ্ঠানের সমর্থনেও কেউ কেউ বলেন, ছুটির দিনে আয়োজন হয়ে থাকলে সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। অন্যদিকে, এই বিষয়ে অশোকবাবু বলেন, সরকারি ক্যাম্পাসের বাইরে একটি অফিসে ওই অনুষ্ঠান হয়েছে। কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, এই বিষয়টি নিয়ে আমায় কেউ কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখব। নিজস্ব চিত্র