• রাজ্যে আট, দেশে মোট ২৮, বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে চলছে ইডির তল্লাশি অভিযান
    আনন্দবাজার | ০৩ ডিসেম্বর ২০২৪
  • রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে হানা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আট বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। ইডি সূত্রেই জানা গিয়েছে, হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে তল্লাশি চলছে। তল্লাশি চলছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও।

    তবে শুধু রাজ্যের আট মেডিক্যাল কলেজেই নয়, সারা দেশে এই ধরনের ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালাচ্ছে ইডি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি। এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।

    সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলছে বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে।

    অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। বীরভূমে যে মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে, তার মালিক মলয় পীট। আগেও গরু পাচার, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মলয়ের।

  • Link to this news (আনন্দবাজার)