নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দাম নিয়ে বচসা। আর তারপরই সবজি বিক্রেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আসানসোলের জামুড়িয়া দু’নম্বর ব্লকের খাস কেন্দা সবজি মার্কেটে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সবজি মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী। বিক্ষোভকারীদের দাবি জামুরিয়া ব্লক ২-এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে-বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি দেয়। তাঁর কথার একটু নড়চড় হলেই এঁদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ। সিসিটিভিতে ধরাও পরেছে সেই ছবি। এই বিষয়ে খাস কেন্দার এক সবজি বিক্রেতা রঞ্জিত বর্নওয়ালের অভিযোগ, বাজারে সবজি বিক্রি করতে এসে তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে দাম নিয়ে কথা কাটাকাটি হতেই তাঁকে মারধর করেন ব্লক সভাপতি। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা জাতীয় সড়ক অবরোধ করেও রাখেন। পরিস্থিতি বেশ উত্তেজনাময় হয়ে ওঠে। সেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সমস্ত বিষয়ের সমাধান সূত্র বের করবেন বলেই আশ্বাস দেয় পুলিস। তারপরে ওঠে অবরোধ। অন্যদিকে, যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধার্থ রানা অবশ্য দাবী করেছেন, এলাকায় যানজট এড়ানোর জন্য খিচুড়িয়া মোড়ের খাস কেন্দা এলাকার হাটবাজারে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলেন তিনি। তবে কাউকে তিনি মারধর করেননি বলেই দাবি করেছেন ওই তৃণমূল নেতা।